ইন্টারনেটের সহ
জলভ্যতার কারণে দেশের উঠতি বয়সীদের বড় একটা অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত। হাতে হাতে স্মার্টফোন থাকায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে তো বটেই, ক্লাসে বসেও চলে পর্নোগ্রাফি দেখা। আর পর্নোগ্রাফির প্রতি এ আসক্তি কেবল অপরাধই বাড়াচ্ছে না, সে সঙ্গে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছেলেমেয়েদের অনিয়ন্ত্রিত মেলামেশা।
বিভিন্ন সংস্থার গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ১৯ বছর বয়সী প্রতি একশ ছেলেমেয়ের মধ্যে ৬৬ জনই যৌন অভিজ্ঞতাসম্পন্ন। আর এভাবে ছেলেমেয়েদের মধ্যে পর্নো আসক্তি বাড়তে থাকলে আগামী দুই দশকের মধ্যে সামাজিক মূল্যবোধ আর ধর্মীয় অনুশাসন বলে কিছু থাকবে না বলে মনে করছেন মনোচিকিৎসকরা।
No comments:
Post a Comment