Monday, May 23, 2016

এডমিক্সার‬ নিয়ে কিছু কথা


এডমিক্সার কংক্রিট এর একটি উপাদান, তবে এই উপাদান বাধ্যতামুলক নয়, ঐচ্ছিক।
কংক্রিটের মুল উপাদান হলো সিমেন্ট,পানি এবং এগ্রিগেট। কংক্রিটের মধ্যে কিছু পরিমান বাতাসও থাকে। তবে সেটা অনিচ্ছাকৃত।
.
এটি কংক্রিটের একটি উপদান হিসাবে ব্যবহার করা হয় যা কংক্রিট মিশ্রণের ঠিক পুর্বে বা কংক্রিট মিশ্রণের সময় কংক্রিট এর সাথে মেশানো হয়।
কংক্রিটের কিছু বিশেষ বৈশিষ্ট বা গুনাগুন বৃদ্ধি বা হ্রাসের জন্য এই এডমিক্সার ব্যবহার করা হয়। মোট কথা প্রয়োজন অনুসার কংক্রিটের গুনাগুন পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়।
ইতিহাস
• কংক্রিটের ইতিহাসের মতই এই এডমিক্সার এর ইতিহাস অনেক পুরাণো।তবে বর্তমানে বিভিন্ন ধরণের এডমিক্সার পাওয়া যায়। আগে এতো ধরণের বা প্রকারের এডমিক্সার ছিল না।
• প্লাস্টিসাইজার বা সুপারপ্লাস্টিসাইজার কিন্তু আগে ছিলনা। 1970 সালে এর আবিস্কার। কিন্তু ভারত উপমহাদেশে এর প্রচলন 1985 সালের দিকে। প্লাস্টিসাইজার দিয়ে কংক্রিটের পানির পরিমান কমানো যায়। এতে করে কংক্রিট এর শক্তি অনেক বাড়ানো সম্ভব।
.
‪#‎কেন‬ ব্যবহার করা হয় এই এডমিক্সার?
• কাচা ও পাকা কংক্রিটের মান পরিবর্তনের জন্য।
• মেশানো, পরিবহন, স্থাপন এবং ভেজানোর গুনগত মান ঠিক রাখার জন্য।
• কংক্রিটের কাজের সময় কিছু সময় স্বল্পতা থাকলেও এর ব্যবহার হয়। যাতে করে তাড়াতাড়ি জমাট বাধে।
• স্লাম্প এবং কার্যক্ষমতা বাড়ানোর জন্য
• প্রাথমিক জমাট বাধাকে ধীর বা তাড়াতাড়ি করার জন্য
• কুচকে যাওয়াকে প্রতিরোধ করার জন্য বা কমানোর জন্য
• কঙক্রিটের মধ্য থেকে এর তরল মসলা উপরে উঠে আসাকে কমানো।
• এর উপাদান সমুহের বিচ্ছিন্ন হওয়াকে কমানো
• তাপ উৎপাদন হওয়াকে কমানো বা ধীরে করা
• স্ট্রেন্থ বা শক্তি বাড়ানো (চাপ শক্তি, টান শক্তি ও বাকানো শক্তি)
• পানিবাহিতা কমানো
• স্টীলের সাথে কংক্রিটের বন্ধন দৃঢ় করার জন্য
• নতুন এবং পুরোনো কংক্রিটের মধ্যে বন্ধণ দৃঢ় করার জন্য
• কংক্রিটকে মজবুত করা। হঠাৎ বল বা ক্ষয় রোধ করা
• এর মধ্যবর্তি রডের মরিচা বা ক্ষয় রোধ করা
• ধুয়ে চলেযাওয়া
• বিভিন্ন রঙের কংক্রিট তৈরি করা
.
‪#‎কিভাবে‬ এর প্রয়োগ করতে হয়?
সাধারনত পানি দেওয়ার পুর্বে শুকনা সিমেন্ট-এগ্রিগেটের সাথে মেশানো হয়। অথবা পানির সাথে মেশানো হয়।
.
‪#‎প্রকারভেদ‬
• রাসায়নিক
• জৈবিক
.
রাসায়নিক এডমিক্সার এর কিছু ব্যবহার
• প্লাস্টিসাইজার বা পানি কমানো
• সুপার প্লাস্টিসাইজার বা অধিক পানি কমানো
• ধীরে জমাট বাধা বা শক্ত হওয়া
• দ্রুত শক্ত হওয়া
• এয়ার-এনট্রেইনিং (বাতাসের বাবল তৈরি করা)এর ফলে আবহাওয়ার পরিবর্তনে কংক্রিট ভাল থাকে, কংক্রিটের সংকোচন বা প্রসারণ এই বাতাসে হয়
• বাতাসের বাবল কমিয়ে আনা
• ক্ষয়রোধী
• সংকোচনরোধী
• পানির প্রবাহ কমানো
.
জৈবিক এডমিক্সার
• সিমেন্টিও
• পোজ্বলিক
• Ground Granulated Blast Furance Slag (GGBS)
• ফ্লাই এ্যাশ
• সিলিকা
• ধানের তুষ

No comments:

Post a Comment

Popular posts