Sunday, March 27, 2016

বাংলাদেশে ডিজিটাল সরকারি ক্রয়



বাংলাদেশে ডিজিটাল সরকারি ক্রয় বাংলাদেশ ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকুরমেন্ট (ই-জিপি) ৪টি মূল সরকারি ক্রয় সংস্থায় ২০১১ সালে চালু করে যারা মিলিত ভাবে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অর্ধেকের বেশী খরচ করে। ই-জিপির ফলে সরকারী ক্রয়ে স্বচ্ছতা বেড়েছে, এবং জাতীয় সম্পদের সাশ্রয় হচ্ছে। ঠিকাদাররা এখন দরপত্র অনলাইনে জমা দিতে পারছেন। দরপত্র আহ্বান থেকে চুক্তি সম্পাদন পুরা প্রক্রিয়াটি একটি মাত্র ওয়েব পোর্টালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ক্রয় চুক্তি সম্পাদনে আগের চেয়ে অনেক সময় কম লাগে। আগস্ট ২০১৫ পর্যন্ত প্রায় $৩ বিলিয়ন মূল্যমানের ২৮,০০০টি টেন্ডার অনলাইনে সম্পাদিত হয়েছে।

No comments:

Post a Comment

Popular posts